বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
বিকুল চক্রবর্তী: শ্রীমঙ্গল মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে ৭জন নারীকে তাদের সংসারের হাল ধরতে উপহার দেয়া হয়েছে ৭টি সেলাই মেশিন।
রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স হলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় এ বিতরণ অনুষ্ঠানের। এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন ও কমর্ নিয়ে আলোচনা করেন অতিথিরা।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা রাজু বিশ^াস, মহিলা বিষক অধিদপ্তর এর হিসাব রক্ষক সুদীপ দাশ রিংকু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ও কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।