মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্যানিটেশন ও স্যানেটারি ন্যাপকিন তৈরি করা নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যবসায় ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ওয়াশ এসডিজি প্রজেক্টের অধীনে হোপ ফর দি পুওরেস্টের তত্ত্বাবধানে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ মহসিন অডিটোরিয়াম কনফারেন্স রুমে এনজিও প্রতিষ্ঠান আশার শ্রীমঙ্গল রিজিওনাল ম্যানেজার আকছির মিয়ার সভাপতিত্বে উপজেলার রাজঘাট, কালীঘাট ও সাতগাঁও ইউনিয়নের নারী উদ্যোক্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় নারী উদ্যোক্তাদের উন্নয়নশীল অর্থনীতিতে দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনায় সাধারণ ধারনা, কর্ম পরিচালনার কৌশল,আর্থিক ব্যবস্থাপনা সমূহ,ব্যবসায় কি ভাবে অর্থায়ন করা যায় এবং ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ গ্রহণে যোগ্যতাসহ প্রয়োজনীয় নানান বিষয়ে আলোচনা করেন, ট্রেনিং প্রশিক্ষক ছাদিয়া আফরীন ও মার্কেটিং ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. রুহুল আমিন।
কর্মশালায় নারী উদ্যোক্তাদের ব্যবসায় বিনিয়োগের জন্য এনজিও প্রতিষ্ঠান আশা’ আর্থিক ঋণ প্রদানের আশ্বাস দেন।
এতে স্বাস্থ্যবিধি মেনে ৩নং সদর ইউনিয়নের ১৫ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।