মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়ে আফগানরা। এ কারণে কাবুল বিমানবন্দরে জড়ো হয় তারা। তুমুল হুড়োহুড়ির এক পর্যায়ে সেখানে গোলাগুলিতে পাঁচজনের মৃত্যু হয়। তবে এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বিমান থেকে খসে পড়ে।
তবে কেউ কেউ বলছেন, বিমানের চাকা ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন তারা কিন্তু বিমানটি উড্ডয়নের পর মাঝ আকাশ থেতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে এমন তথ্য।
‘তালেবানরা কাবুলে পৌঁছানোর পর থেকে কাবুল বিমানবন্দরের দিকে দিগ্বিদিক ছুটছে মানুষ। সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।বিমানবন্দরের কর্মীরাও সেখান থেকে পালিয়ে গেছেন। সোমবার বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। অন্তত পাঁচজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে একটি বিমান থেকে তিনজনের খসে পড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।