শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক: আইপিএলের একমাত্র এলিমিনেটর ম্যাচে ব্যাটে-বলে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার ড্যানিয়াল ক্রিশ্চিয়ান। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঞ্ছিত হচ্ছেন তিনি। তবে এখানেই শেষ নয়, সাইবার বুলিং থেকে নিস্তার পানিন তার স্ত্রী ড্যানা অ্যাটসালাসও। শারজায় অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি ক্রিশ্চিয়ান। শেষদিকে ব্যাট করতে নেমে খেলতে পেরেছেন মাত্র ৮ বল। আর আউট হওয়ার আগে তুলেছেন ৯ রান। তার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হয়তো খুব একটা হতাশ হননি ব্যাঙ্গালুরু সমর্থক।
অন্যদিকে লো-স্কোরিং ম্যাচে বল হাতে যথেষ্ট খরুচে ছিলেন এই অস্ট্রেলিয় তারকা। মাত্র ১.৪ ওভার বল করে তার ইকোনোমি ১৭ এরও অধিক। কোনো উইকেট না পেয়ে দিয়েছেন ২৯ রান। ম্যাচের শেষ ওভারটা তার হাতেই তুলে দেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। সে ওভারে প্রয়োজন ছিল ৭ রান। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তার প্রথম বলেই চার মেরে দিলে জয় ২ বল হাতে রেখেই জয় পেয়েছে কলকাতা। আর তাতেই বাদ পড়েছে ব্যাঙ্গালুরু।
প্রিয় দলের এই হার মানতে পারেননি ব্যাঙ্গালুরুর সমর্থকরা। ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় ক্রিশ্চিয়ানকে। একই সঙ্গে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তার স্ত্রীও। সামাজিক যোগযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার পোস্টেও আজেবাজে মন্তব্য করতে থাকেন উগ্র ও ক্ষিপ্ত সমর্থকরা। এসব দেখে চুপ থাকতে পারেননি ক্রিশ্চিয়ান। ইনস্টাগ্রামে এক বার্তায় নিস্তার চেয়েছেন এসব ব্যক্তিগত আক্রমণ থেকে। এ নিয়ে তিনি একটা পোস্টও করেন। তাতে ক্রিশ্চিয়ান লিখেছেন, ‘আমার স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে চোখ বুলিয়ে দেখুন। হ্যাঁ, আজ রাতে আমি ভালো ক্রিকেট উপহার দিতে পারিনি। কিন্তু এটা খেলা। যাই হোক, অনুগ্রহ করে এসব আক্রমণ থেকে আমার স্ত্রীকে ছেড়ে দিন।’