1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে ২১ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৩১ বার পঠিত

সিলেট প্রতিনিধি :: সিলেট তিন সপ্তাহ তথা ২১ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষায় তাদেরকে শনাক্ত করা হয়। তবে এ সময়ে নতুন করে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৭৪ জনই আছে।

এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

৮০২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২.২৪।

সর্বশেষ গত ৭ অক্টোবর সকাল অবধি সিলেট বিভাগে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। এর পরের ২১ দিনের মধ্যে আজই ১৮ জন আক্রান্তের তথ্য দিল স্বাস্থ্য অধিদফতর।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৫৬ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৪৭ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮০২ জন। সুনামগঞ্জের ৬২৪৪ জন, মৌলভীবাজারের ৮১৬১ জন ও হবিগঞ্জের ৬৬৪৯ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ২৬ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৯৬৩ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ৯ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..