রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : তোর্সা-সোমের কালরাত্রি-তে ‘আরশোলা কাণ্ড’ ঘটিয়েছে মিঠাই। পরদিন সকালে আরও বড়কাণ্ড ঘটিয়ে ফেলল সিদ্ধার্থ। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে এসে মিঠাই-কে কফি করবার নির্দেশ দেয় বড়জা। কিন্তু বাঁধা দেয় সিদ্ধার্থ, সাফ জানায়- ‘মিঠাই তোর কফি করবে না’। সোম পরিস্থিতি সামলা দেওয়ার চেষ্টা দেয়, বলে ‘আমি করে দিচ্ছি তোমার কফি’। কিন্তু নাছোড়বান্দা তোর্সা। মিঠাই-এর হাতের কফিই খাবে সে। ‘দিদিমণি’র জন্য কফি করতে রাজি হয়ে যায় মিঠাইও।
কিন্তু ‘প্র্যাঙ্কস্টার’ মিঠাই তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তোর্সাকে সে চিনি ছাড়া কফি করে দেয়, তেঁতো কফি খেয়ে মুখ বেজার তোর্সার। সে রেগে গিয়ে বলে, ‘মিঠাইয়ের উপর আমি হ্যারাসমেন্টের কেস করব’। মিঠাই তো মুখ কাঁচুমাচু করে বলল, ‘আমি তো আগেই বললাম আমি কিচ্ছু মেশাইনি’ (মানে চিনিও মেশাইনি)। বউ আর ভাইবউয়ের এই বিবাদের মাঝে ফেঁসে গেছে সোম, কিন্তু সিদ্ধার্থের অন্যরূপ দেখল সকলে।
তোর্সার উদ্দেশে সে বলে বসে, ‘আমি তো এই জন্যই বলেছিলাম নিজের কফিটা নিজে তৈরি করে নিতে, বুঝলে বৌদিমণি’। যে সিদ্ধার্থকে মনেপ্রাণে ভালোবাসে তোর্সা, তার কাছ থেকে বৌদিমণি ডাক শুনে রেগে লাল তোর্সা।
রে রে করে উঠে টেস বুড়ি। চিত্কার করে বলে, ‘কী বললি তুই আমাকে?’ সিদ্ধার্থ অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে বলে, ‘সোমদা আমার দাদা তো’। সিদ্ধার্থের এই কাণ্ড দেখে হাঁ মিঠাই-সহ হল্লা পার্টি। সোমও হেসে ফেলে। কিন্তু ক্ষেপে লাল হয়ে সেখান থেকে বেরিয়ে যায় তোর্সা।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল মিঠাই-এর শুক্রবারের এপিসোডের এই দৃশ্য। ফ্যানেরা বলছে, ‘এতোদিনে উচ্ছেবাবু একটা কাজের কাজ করেছে’। তোর্সাকে এভাবে চুপ করিয়ে দেবে সিদ্ধার্থ তা স্বপ্নেও ভাবেনি তাঁরা।