বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
তবে শরীর সর্বস্ব কাজ দিয়ে বেশি দিন টিকতে পারেননি এই অভিনেত্রী। অনেক দিন ধরেই তাকে আর সিনেমায় দেখা যায় না। আগের মতো জনপ্রিয়তাও নেই তার।
মল্লিকা যখন নিয়মিত কাজ করতেন, তখন তার কাছে নানান ধরনের কাজের প্রস্তাব আসতো। তবে একবার অদ্ভুত এক প্রস্তাব আসে। যেটার কথা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন অভিনেত্রী। ‘দ্য লাভ লাভ লিভ’ নামের ওই শো’তে মল্লিকা জানান, একজন প্রযোজক তার কোমরে রুটি ছেঁকা দিতে চেয়েছিল!
ঘটনার বর্ণনা দিয়ে মল্লিকা জানান, একটি সিনেমার গানের জন্য ওই প্রযোজক তার কাছে আসেন। তাকে বলা হয়, গানটিতে অনেক বেশি ‘হট’ অবতারে উপস্থাপন করা হবে মল্লিকাকে। অভিনেত্রীর ভাষ্য, ওটা বেশ মজার আর অরিজিনাল একটা ভাবনা ছিল তিনি আমাকে জানান ভীষণ হট একটা গান। দর্শক কীভাবে জানবে যে আপনি হট? আপনি এতোটাই হট যে আমরা আপনার কোমরে রুটি ছেঁকতে পারি।
একই অনুষ্ঠানে মল্লিকার কাছে আরো জানতে চাওয়া হয় হটনেসের সংজ্ঞা কী? তিনি বলেন, আমার মনে হয় নারীদের হটনেস নিয়ে আমাদের একটা মারাত্মক অদ্ভূত ধারণা রয়েছে। আমি সেটা একদম বুঝতে পারি না। এখন অনেকটা পাল্টেছে, তবে যখন আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন একদম আজব ছিল।
উল্লেখ্য, ‘মার্ডার’, ‘খোয়াইশ’, ‘গুরু’র মতো সিনেমায় মল্লিকা অভিনয় করেছিলেন। বরাবরই তাকে খোলামেলা রূপে দেখা গেছে। এ জন্য অবশ্য পরিচালক-প্রযোজকদেরই দোষ দেন তিনি। তারাই নাকি তাকে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা করেছে।