শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলায় নবযোগদানকৃত বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়কে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর শুভেচ্ছা।
আজ ০৭ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার জেলায় নবযোগদানকৃত বিজ্ঞ জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবীর মহোদয়কে জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মৌলভীবাজার সার্কিট হাউসে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের মধ্যকার এ সৌজন্য সাক্ষাতের সময় প্রত্যেকেই নিজ অবস্থান থেকে মৌলভীবাজার জেলায় আইনের সঠিক প্রয়োগ এবং জনসাধারণের আইন সংক্রান্ত সেবা নিশ্চিতে পারস্পরিক সমন্বয়ের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।