মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: কোভিড-১৯ করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ মৌলভীবাজারে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ২য় ডোজ ভ্যাক্সিন গ্রহন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যান্যরা।
সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, ১ম ডোজ ও ২য় ডোজ এক সাথে চলছে। ২য় ডোজ ভ্যাক্সিন নেয়ার সময় কেন্দ্র পরিবর্তন করা যাবে না। ভ্যাক্সিন গ্রহনে সিভিল সার্জন কার্যালয় থেকে ১১টি নির্দ্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য প্রথম ধাপে জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা আসে এবং ২য় ডোজে আরও ৪৫ হাজার ভ্যাক্সিন বরাদ্দ রয়েছে মৌলভীবাজার জেলার জন্য।