1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এমবাপ্পে-মেসির নৈপুণ্যে মোনাকোর বিপক্ষে পিএসজি’র জয়

  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৮০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে মুখোমুখি হলেই যেন কি হয়ে যায় পিএসজির। ২১ শতাব্দিতে এই দলটির বিপক্ষে জয়ের হার সবচেয়ে কম পিএসজির। তারমধ্যে গত মৌসুমে দুই ম্যাচের সবগুলোই হেরেছিল পিএসজি।

তবে চলতি মৌসুমে আর মোনাকোকে সুযোগ দেয়নি ফ্রান্সের জায়ান্টরা। গতরাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরেছে মোনাকো।

নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে পিএসজির জোড়া গোলের দুটিই করেন এমবাপ্পে। একটি গোল করেন পেনাল্টি থেকে।

ম্যাচের ১১তম মিনিটে ডি মারিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় পিএসজি। মেসি মাঠে থাকলেও পেনাল্টি নেন কিলিয়ান এমবাপ্পে। গোল করেন সেই পেনাল্টি থেকে।

দ্বিতীয় গোলটি করেন বিরতির ঠিক পূর্বে মেসির পাস থেকেই। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ২-০ গোলেরই জয় পায় পিএসজি।

চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচে মার্শেই আছে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..