মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ১৬৯ রানে পিছিয়ে পড়ায় জয়ের পাল্লাটা এমনিতেই ঝুলে পড়েছিল বিসিবি সাউথ জোনের দিকে। তৃতীয় দিন শেষে ১৯৫/৫ স্কোর-এ ইনিংস হার এড়িয়ে চতুর্থ দিনের পুরোটা ব্যাটিংয়ের টার্গেট ছিল ইসলামী ব্যাংক ইস্ট জোনের।
৭৩ রানে আফিফ এবং ১৮ রানে ইরফান শুকুর ব্যাটিংয়ে থাকায় সে ভরসাই ছিল তাদের। তবে আফিফ ৮৬ রানে থেমে গেলে ইস্ট জোনের প্রতিরোধ ভেঙ্গে যায়। নাহিদুলের বোলিংয়ে (৪/৩০) ইস্ট জোন থেমে যায় দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানে।
জয়ের জন্য ৮৯ রানের টার্গেট পাড়ি দিতে বেগ পেতে হয়নি বিসিবি সাউথ জোনের। তৌহিদ হৃদয়ের ব্যাটিংয়ে (৫৪*) ৮ উইকেটের বিশাল জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর শুরু করেছে বিসিবি সাউথ জোন। প্রথম ইনিংসে ১৫৮ রানে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন জাকির হাসান।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস: ২৬০/১০।
বিসিবি সাউথ জোন ১ম ইনিংস: ৪২৯/১০।
ইসলামী ব্যাংক ইস্ট জোন ২য় ইনিংস: ২৫৭/১০, ৮৪.২ ওভারে (আগের দিন ১৯৫/৫), আফিফ ৮৬, ইরফান ৪০, রেজাউর ১১, নাঈম ১৪, মোহাম্মদ এনামুল ০, রুয়েল ০*; মেহেদি রানা ৫.২-২-২৭-১, কামরুল ১১-০-৪১-০, নাসুম ২৬-৪-৮০-২, মেহেদি ২২-৫-৪৯-২, নাহিদুল ১৪-৩-৩০-৪, ফরহাদ ৬-১-২৪-১।
বিসিবি সাউথ জোন ১ম ইনিংস: ৯০/২ (২১.৩ ওভারে),এনামুল ১১, পিনাক ২, অমিত ১৯*, হৃদয় ৫৪*; নাঈম ১১-২-৪৩-০, রেজাউর ৪-০-১৬-২, মোহাম্মদ এনামুল ৪-০-১৪-০, রুয়েল ২.৩-০-১৫-০।
ফল: বিসিবি সাউথ জোন ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জাকির হাসান (বিসিবি সাউথ জোন)।