মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
বিশ্বজিৎ কর: মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন এর সার্বিক তত্ত্বাবধানে আজ রাজনগর উপজেলার মনসুরনগর এবং টেংরাবাজার ইউনিয়নে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মনসুরনগর ইউনিয়নে ২ চেয়ারম্যান পদপ্রার্থীকে আচরণবিধি ভঙ্গ করায় ২০০০০/- টাকা জরিমানা করা হয়। আর, টেংরাবাজার ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীকে আচরণবিধি ভঙ্গ করায় ২০০০০/- টাকা এবং একজন সদস্য পদপ্রার্থীকে ৫০০০/- টাকা জরিমানা করা হয়।
প্রার্থীরা হলেন ৮ নং মুনসুনগর ইউনিয়নের নৌকা প্রতিক মিলস বখত আনারস প্রতিক সৈয়দ গোলাম কিবরিয়া মিলন ,৬ নং টেংরা ইউনিয়নের নৌকা প্রতিকের মাহমুদুর রহমান, সিএনজি প্রতিকের আর্জান খান, ঘোড়া প্রতিকের সেলিম আহমেদ ও মোটরসাইকেল প্রতিকের আকমল হোসেন এবং মোরগ মার্কা একজন মেম্বারকে জরিমানা করা হয় ।
আজকের পরিচালিত অভিযানে ৭ জন প্রার্থীকে ৭ মামলায় সর্বমোট ৪৫০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে সহায়তা করে রাজনগর থানা পুলিশ এর সদস্যবৃন্দ।