বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বূধবার িলবাপত রাত অনুমান ১১ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের সেন্টাল রোডস্থ সালেহ স্টোরের ২য় তলার ভাড়াটিয়া জৈনক আরব আলী (৫০),পিতা- মৃত ইউনুছ আলী, সাং- বামকাজি, থানা ও জেলা- হবিগঞ্জ এর বাসা হতে ১। মো: রোমান মিয়া (৩১), পিতা- আজমান মিয়া, সাং- বলিয়ারবাঘ,থানা ও জেলা- মৌলভীবাজার, (২) মনির হোসেন (৪০), পিতা- আব্দুর রশিদ, সাং- উত্তর চাঁদপুর, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর,(৩) মোছাব্বির মিয়া (৪০), পিতা- আব্দুল মহিত, সাং- পুরাতন হাসপাতাল রোড রাফি মঞ্জিলের ভাড়াটিয়া,৫নং ওয়াড, থানা ও জেলা- মৌলভীবাজার, (৪) ফজলুর রহমান (৫৫), পিতা- মৃত ছমির উদ্দিন, সাং- বলিয়ারবাগ, থানা ও জেলা- মৌলভীবাজার, (৫) আশ্ররাফ মিয়া (২৭) , পিতা- ইসমাঈল মিয়া, সাং- সাবিয়া, থানা ও জেলা- মৌলভীবাজার, (৬) আরব আলী (৫০),পিতা- মৃত ইউনুছ আলী, সাং- বামকাজি, থানা ও জেলা- হবিগঞ্জ বর্তমানে মদনের বাসার ভাড়টিয়া সেন্টাল রোড মৌলভীবাজারদেরকে জুয়া খেলার আসর হইতে জুয়ার খেলার আলামত সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।