বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : অ্যাসেজের ট্রফি ইতোমধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৩-০তে এগিয়ে ফুরফুরে অস্ট্রেলিয়া দল যখন সিডনী টেস্ট জয়ের ছক আঁকছে, তখন করোনা ভাইরাস হানা দেয়ায় সিরিজের চতুর্থ টেস্টকে ঘিরে শঙ্কা বাড়ছেই।
ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গে থাকা পরিবারের একজন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় মেলবোর্নে আইসোলেশনে আছেন তিনি। ম্যাচ রেফারি ডেভিড বুনও করোনায় আক্রান্ত হওয়ায় শেষ ২টি টেস্টের জন্য তার বিকল্প ঠিক করেছে আইসিসি।
এরই মধ্যে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড-এর নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই খবর নিশ্চিত করেছে। ক্রিকইনফো এমনটাই জানিয়েছে। শুক্রবার সকালে এই রিপোর্ট পেয়ে মেলবোর্নে ট্রাভিস হেডকে তার পার্টনারের সঙ্গে ৭ দিনের আইসোলেশনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট জয়ের নায়ক (১৫২ রান) ট্রাভিস হেডকে ছাড়া অ্যাসেজের শেষ ২টি টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়াকে।
ট্র্যাভিস হেড এর করোনা আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়া দলের সিডনী যাত্রা পিছিয়ে গেছে। দলের সঙ্গে আছেন ওসমান খাজা। মিডল অর্ডার ওসমান খাজা দলের সঙ্গে আছেন। তারপরও ট্র্যাভিস হেড এর শুন্যস্থান পূরণে অস্ট্রেলিয়া দলে ডাকা হয়েছে মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জন ইংলিসকে।