শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে গতকাল শনিবার নতুন করে আরো ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, বেশ কয়েকমাস করোনা সংক্রমন বন্ধ থাকার পর গত ৩ জানুয়ারি থেকে শ্রীমঙ্গলে পুনরায় করোনা সংক্রমন শুরু হয়েছে।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি থেকে গত ২১ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গলে ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। গতকাল শনিবার আরো ১৫ জনের করোনা সনাক্ত হয়। তিনি আরো বলেন, ৩৪ জনের নমুনা পরিক্ষা করে এ ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট ৪৬ জনের করোনা সনাক্ত হয়েছে।