বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভায় সেবা নিতে আসা প্রায় দু’শতাধিক মাস্কবিহীন সেবাগ্রহীতাদের মাঝে মাস্ক বিতরন করলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া (মধু)।
আজ বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মহসিন মিয়া পৌরসভায় প্রবেশের সময় পৌরসভায় সেবা নিতে আসা নারী-পুরুষ অনেককেই মাস্কবিহীন দেখতে পান। পরে তিনি তাৎক্ষনিক পৌরসভার ডিজিটাল সেন্টার, জন্মসনদ প্রদান বিভাগসহ বিভিন্ন শাখায় সেবা নিতে আসা মাস্কবিহীন সেবাগ্রহীতাদের মাঝে মাস্ক বিতরন করেন। এ সময় প্রায় দু’শতাধিক সেবাগ্রহীতার মাঝে মাস্ক বিতরন করা হয়।
এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও পৌরসভার সচিব মাহবুবুল আলম পাটোয়ারী উপস্হিত ছিলেন।