বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা সীমান্তে সীমান্ত (বর্ডার) হাট এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুর মোড়াই ছড়ায় এ সীমান্ত হাটের কাজের ভিত্তিপ্রস্তর এর যৌথ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশর মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ ও ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বানিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব।
উদ্বোধন শেষে বাংলাদেশের বানিজ্যমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এই বর্ডাও হাট দু দেশের বাণিজ্যের উন্নতি হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সীমান্তবর্তী মানুষ হাতের নাগালে পাবে। কমে আসবে সীমান্তে চোরাচালান। সর্বোপরি
দুই দেশের মানুষের মধ্যে ভাতৃত্ববোধের সেতুবন্ধনকে আরো সুদৃঢ় করবে।
মৌলভীবাজার জেলা প্রশাসন জানায়, ভারতের যৌথ উদ্যোগে দুই দেশের নোম্যান্স ল্যান্ডে ২ একর ভুমিতে ৫ কোটি ৮৮ লক্ষ রুপি (টাকা) ব্যায়ে এটি নির্মিত হচ্ছে।