বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
বিকুল চক্রবর্তী : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে স্বর্গীয় সুশীল চক্রবর্তী অনুর্ধ প-নের ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল।
বুধবার রাতে জেলার শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার ঠাকুর পাড়ায় কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তীর আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ব্যাডমিন্টন প্রশিক্ষক মিন্টু দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: দুদু মিয়া, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
মাস ব্যাপী এ টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়। ফাইনালে চ্যাম্পিয়ান হয় “ক্লাসিক স্টার” ও রার্নাস আপ হয় “প্রান্ত সাথী”।