সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৭ টায় কচাই চা বাগান এলাকার সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমনকে জানায়। পরে চেয়ারম্যান জুড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।
উদ্ধার শেষে যুবকের পরিচয় পাওয়া যায়, সে বড়লেখা উপজেলার আতুয়া বড়াইল শাবাজপুর গ্রামের মৃত কালা মিয়া’র ও ছায়ারুন নেছার ছেলে সুলতান আহমদ (৩৮)। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত জানা যায়নি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।