রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : গত ১৪ দিনে ১৮০০ দরিদ্র, শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করে মানবতার উজ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফুল মিয়া মহালদার।
গতকাল শনিবার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া স্কুল মাঠে ১৪ তম দিনে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ নিয়ে ফুল মিয়া মহালদার ব্যক্তিগত উদ্যোগে সমাজের গরিব, অসহায় ১৮০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ বছরের মতো গতকাল ছিল কম্বল বিতরণের শেষ দিন।
শীতার্ত অসহায় পরিবারের মানুষগুলো কম্বল পেয়ে ফুল মিয়া মহালদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফুল মিয়া মহালদার দলীয় নেতাকর্মীসহ এলাকার বিত্তবানদের প্রতি সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। এছাড়াও তিনি আগামী মাহে রমজানে এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করবেন বলে জানিয়েছেন।