মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : জনসাধারণের ব্যাংকিং সুবিধা নিশ্চিতে এটিএম বুথ স্থাপনের জন্য মৌলভীবাজার জেলা পরিষদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
রবিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষে মৌলভীবাজারের ব্রাঞ্চ ম্যানেজার মো. শামছুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদসহ ব্যাংক ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, আগামী মার্চ মাসে পরিষদ প্রাঙ্গণে এই এটিএম বুথ চালু করার পরিকল্পনা রয়েছে। এ বুথ স্থাপনের ফলে আশপাশের স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, জেলা পরিষদের ঠিকাদার ও কর্মকর্তা-কর্মচারিদের ব্যাংকিং কাজে সুবিধা হবে।