বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রাখা গ্রামের মশাহিদ খান এর বাড়িতে ১৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১
টায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। মাওঃ কামরুল হাসানের সঞ্চলান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবরিনা রহমান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা। মোঃ মশাহিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রুবেল উদ্দিন চেয়ারম্যান ৮ নং কনকপুর ইউ,পি,এড, গৌছ উদ্দিন নিক্সন, সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ,পিআইও আজাদুর রহমান সদর উপজেলা, সাবুল উদ্দিন, লন্ডন প্রবাসী, সৈয়দ মমশাদ আহমেদ, সিনিয়র সহসভাপতি পৌর বিএনপি মৌলভীবাজার, হাফিজ নুরুল ইসলাম খান,লন্ডন প্রবাসী, সেলিম আহমদ, মেম্বার ৭ নং ওয়ার্ড, বক্তব্য রাখেন মোঃ ইকবাল হোসেন সভাপতি রাখা সরকারি প্রথমীক বিদ্যালয়, মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক জেলা নির্মান শ্রমিক, মোঃ শাহবুূ্দ্দিন, সাবেক মেম্বার ৭ নং ওয়ার্ড মোঃ শাহান খান,সুহেল আহমদ, নিজাম উদ্দিন, মাওঃ মদচ্ছির খান প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন সিলেট অঞ্চলের মানুষ দানশীল সবসময়ই গরিব অসহায়দের পাশে আছেন। সিলেটের মানুষ বিদেশ বসবাসকারী যাহারা উনারা চেষ্টা করিলে পাশাপাশি এলাকায় মেইল কারখানা বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করিলে শ্রমজীবীরাসহ সব মানুষই কাজ করে সিলেট অঞ্চল আরোও উন্নয়ন হয়, এবং গরিব অসহায়দের সংখ্যা কমে আসবে।