শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রীসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রবাসীর নির্মাণাধীন ঘর ভাংচুর ও ব্যাপক গাছপালা কেটে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এব্যাপারে ভুক্তভোগী আফসা বেগম সোমবার রাতে প্রতিপক্ষের চার জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, দুবাই প্রবাসী জমির উদ্দিনের পরিবারের সাথে প্রতিবেশি বাহার উদ্দিন ও তার ছেলেদের সাথে রাস্তার সীমানা নিয়ে মনমালিন্য চলছিল। কয়েক দিন ধরে প্রবাসীর স্ত্রী আফসা বেগম রাস্তা সংলগ্ন বসত বাড়িতে টিনসেট ঘর নির্মাণ করছেন। সোমবার মিস্ত্রিরা ঘরের নির্মাণ কাজ করাকালিন প্রতিপক্ষ দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে কাজে বাধা দেয়। এসময় আফসা বেগম, জ্যা মান্না বেগম ও প্রবাসী জমির উদ্দিনের বড়বোন ফাতেমা বেগম এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠান। গ্রাম পুলিশের বাধা-নিষেধ উপেক্ষা করে বাহার উদ্দিন গংরা হামলা চালায়। এতে প্রবাসীর স্ত্রী আফসা বেগম, মান্না বেগম, ননদ ফাতেমা বেগম, মিস্ত্রী সফিক উদ্দিন, আল আমিন, নিজাম উদ্দিন আহত হন। এসময় প্রতিপক্ষের লোকজন নির্মিতব্য ঘর ভাংচুর ও ব্যাপক গাছ কেটে ফেলে। এঘটনায় আহত আফসা বেগম প্রতিপক্ষের বাহার উদ্দিনকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী থানায় অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে অভিযুক্ত বাহার উদ্দিন জানান, আফসা বেগম তার মালিকানাধীন ভুমি ভরাট করে ঘর নির্মাণ করায় তিনি তার ছেলেদের নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়েছেন। ভাংচুর ও গাছ কাটার কথা তিনি স্বীকার করেন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অভিযোগ পেয়েই একজন কর্মকর্তা পাঠিয়ে ঘটনা তদন্ত করেছেন। এব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।