শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ তারকা ম্রুনাল ঠাকুর। ‘সুপার থার্টি’ ও ‘বাটলা হাউজ’-এর মতো সফল সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। এছাড়া আকাঙ্ক্ষিত কয়েকটি সিনেমাও রয়েছে অভিনেত্রীর হাতে।
ইনস্টাগ্রামে ম্রুনাল ঠাকুরের ফলোয়ার ৩৮ লাখের বেশি। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। অধিকাংশ সময় প্রশংসাই পান। মিষ্টি চেহারার জাদুতে মুগ্ধ করে রাখেন ভক্তদের।
তবে ব্যতিক্রম যে ঘটে না, এমন নয়। সম্প্রতি তিনি ছবি দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। তার শরীর নিয়ে এসেছে আপত্তিকর মন্তব্য। এক অনুসারী লিখেছেন, ‘পেছনটা পুরো কলসির মতো!’ আবার আরেক অনুসারী মন্তব্য করেন, ‘শরীরের নিচের অংশে এত মাংস কেন?’
এমন কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষোভ কিংবা রাগ নয়, অনুসারীকে শান্তশিষ্ট মনে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১২ সালে টিভি সিরিয়াল দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন ম্রুনাল ঠাকুর। একই বছর তিনি কাজ করেন ‘লাভ সোনিয়া’ নামের একটি সিনেমায়। তবে সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। বলিউডে পূর্ণ অভিনেত্রী হিসেবে ম্রুনালের অভিষেক হয় ২০১৯ সালের সফল সিনেমা ‘সুপার থার্টি’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন হৃতিক রোশান।