1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে শিবচতুর্দশী উপলক্ষে মণিপুরি দিবারাস মঙ্গলবার

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে শিবচতুর্দশী উপলক্ষে মণিপুরি দিবারাস উৎসব মঙ্গলবার (১ মার্চ) দুপুর ১২টায় মাধবপুর ইউনিয়নের শিববাজারে জাগ্রত শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হবে।

জানা যায়, মণিপুরি রাস ৫ ভাগে বিভক্ত। এর মধ্যে দিবারাস হল একটি। দিবারাস হলো মণিপুরি রাসনৃত্যের একটি ধারা। দিনের বেলায় শুরু হয়ে সুর্যাস্তের আগেই শেষ হয়ে যায় বলে এই রাসলীলাকে দিবারাস আর মণিপুরি ভাষায় বেলীরাস বলা হয়। সাধারন রাসলীলা থেকে এর পোষাক-পরিচ্ছদ, গান ও মূদ্রার ধরন কিছুটা ভিন্ন। মণিপুরি মেয়েরা মণিপুরি পোশাক, বিভিন্ন সাজসজ্জা ও অলংকার ধারা সজ্জিত হয়। শাস্ত্রীয় নিয়ম অনুসারে গোপী, রাধা ও কৃষ্ণের অংশগ্রহণে নৃত্য অনুষ্টিত হয়ে থাকে।

দিবারাসের আয়োজক কমিটির নেতা উজ্জ্বল সিংহ বলেন, দিবারাস হলো মণিপুরি রাসনৃত্যের একটি ঐতিহ্য। এটি দিনের বেলায় শুরু হয়ে সুর্যাস্তের আগেই শেষ হয়ে যায়। বৃন্দা, গোপী এবং রাধা ও কৃষ্ণের নৃৃত্যে বিশেষায়িত ফুটিয়ে তুলবেন নৃত্য শিল্পীরা।

কাগজের কারুকার্য দিয়ে সাজানো হয় রাসমণ্ডলীতে বৃন্দা, রাধা, কৃষ্ণ ও গোপীদের নৃত্যে মণিপুরি দিবারাস উজ্জ্বলতম আঙ্গিক প্রদর্শিত হবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..