রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার চেয়ে বাগেরহাটে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে সহপাঠীরা। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কে মানববন্ধন করে তারা। এ সময় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। মানববন্ধনে অভিযুক্ত সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নকীব লুৎফর রহমান, মষনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দে, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিক ফয়সাল ওহিদ প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলার কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নে সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে প্রতিবেশী চার যুবকের নামসহ অজ্ঞাতপরিচয় আরো দুজনের নামে মামলা করেন। মামলায় স্কুলছাত্রীকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ এজাজুল মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এজাজুলকে জিজ্ঞাসাবাদের জন্য বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওসি আরো জানান, নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী রবিবার বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় নির্যাতনের বর্ণনা দিয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামালায় এ পর্যন্ত পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।