শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সহ সভাপতি ইফতেহার হোসেন কফিলের অর্থায়নে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এগুলো বিতরণ করা হয়।
প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম ও সংস্কৃতিকর্মী তোফাজ্জল হোসেন শান্ত’র যৌথ সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা সরকারি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক বদর উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামছুল ইসলাম পুতুল, ব্যবসায়ী আব্দুল খালিক, টিম ফর কোভিড ডেথ বড়লেখার সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাবেদ, নিরাপদ সড়ক চাই বড়লেখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, জুনেদ আহমদ, নুরে আলম মোহন প্রমুখ।