শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার–এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ বুধবার ( ২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে আজ উপজেলা নির্বাচন অফিসে আগতদের বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।