বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সূচনাঃ “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস ” উপজেলা পর্যায়ে এডভোকেসি কর্মশালা বুধবার (২মার্চ) উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী আল- আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রঞ্জিতাশর্মা, জুড়ী থানা ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, সাগর নাল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাষ্টার, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, আইপিপিসি সৌরভ কান্তি রায় ও সি এন ও আলতাফ হোসেন প্রমুখ।