শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোটার : আজ মৌলভীবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত বড়হাট সাকিনস্থ বড়হাট মোড় টু উপজেলা গেইটগামী রিমি ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ (ত্রিশ) পিছ ইয়াবাসহ মো: আক্তার হোসেন (৫৪) নামে এক আসামীকে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ।
জানা যায়, আসামীর পিতা: মৃত হাসান আলী, সাং-জগান্নাথপুর (০৬নং ওয়ার্ড), থানা: ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা সাং- পূর্ব বড়হাট (খেয়াঘাট)(জালাল কমিশনারের বাসার ভাড়াটিয়া), থানা- সদর, জেলা- মৌলভীবাজার ।