মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজার জেলা যুবলীগে উদ্যোগে শহরের চৌমুহনায় একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহানা এলকায় শেষ হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার জেলা যুবলীগ। মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় মৌলভীবাজার জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন এবং যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্তের নেতৃত্বে মিছিলটি বের হয়। এসময় উপস্থিত ছিলেন, মুমিত সাংগঠনিক সম্পাদক হুসেইন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, গৌছ উদ্দিন নিকসন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব,মুমিন রাজা, তুষার আহমদ, কামরুল ইসলাম মুন্না, তাহির উদ্দিন, তানিম আহমেদসহ জেলা যুবলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা অংশ গ্রহন করেছেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌমোহনা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কোন চক্রান্ত করে বাধাগ্রস্হ করা যাবে না। যুবলীগের নেতাকর্মিরা রাজপথে থেকে সকল চক্রান্তের দাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।