মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকাল ৪টায় বহুমুখী মডেল সরকারি হাইস্কুল মাঠে শান্তির প্রতীক কবুতর উড়ী এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিভিন্ন উপজেলার ১৬ টি দলের অংশ গ্রহনে উদ্বোধনী খেলায় রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব ও শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। ৩-১ গোলে রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু।
এছাড়া উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহŸায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, স্কাউট সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।
এ টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা থেকে ১৬ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে হারিয়ে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব রাজনগর বিজয়ী। উদ্বোধনী খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুজিবুর রহমান দুলু।