সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভঅবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
সোমবার (৭ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. শামীম অর রসিদ তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবসহ আওয়ামীলীগের অঙ্গসংগটনের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।