বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঐ সেবা প্রদান করা হয়। এতে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার কাজে সহায়তা করেছেন।
সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সহ-সভাপতি জায়েদ আহমদ এর পরিচালনায় শুরুতে চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দে।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মাহমুদুল হক, চিকিৎসক নূরুল হক, ফার্মাসিস্ট ইদ্রিস আলী, এ.ও.এস নাহিদ, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হাফেজ তাজুল ইসলাম, শিক্ষক জয়নাল মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের ঐ দিনে প্রায় ২ শতাধিক সেবাগ্রহীতাদের সেবা প্রদান করা হয়েছে।