শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় আর্ন্তজাতিক নারী দিবস পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সঙ্গিত শিক্ষক তপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রণয় কুমার দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট গোপাল দত্ত, মহিলা সমিতির সভাপতি রোকশানা বেগম প্রমুখ।