মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
মশাহিদ আহমদ : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন,২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে গত ১০ মার্চ। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা। বক্তব্য রাখেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আব্দুল হক, স্থানীয় সরকার এর উপ-পরিচালক মল্লিকা দে,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জ্যোতি সিনহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর,মৌলভীবাজার এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর এডিপিইও মোঃ মোশারফ হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, মৌলভীবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বাংলার নাট্যলোক এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদ, মৌ:বাজার কারাতে স্কুল প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ইমরান, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।