শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : আগেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন অ্যালেক্স হেলস। তাই কপাল খুলেছে অ্যারন ফিঞ্চের। অস্ট্রেলিয়ার সাদা-বলের অধিনায়ককে দলে যোগ করেছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির শুক্রবারের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ফিঞ্চকে এক কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা।
গত মাসে হওয়া আইপিএলের মেগা নিলামের শেষ দিকে হেলসকে ভিত্তিমূল্য এক কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে কলকাতা। তবে জৈব সুরক্ষা বলয়ের নিয়মের কারণে এ তারকা এ টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন।
কলকাতা হতে যাচ্ছে আইপিএলে ফিঞ্চের নবম ফ্র্যাঞ্চাইজি। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক দলের হয়ে খেলার রেকর্ড এটি। এর আগে রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস (এখনকার দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স, মুম্বাই, গুজরাট লায়ন্স, কিংস এলেভেন পাঞ্জাব (এখনকার পাঞ্জাব কিংস), ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন তিনি।
আইপিএলে এখন পর্যন্ত ৮৫ ইনিংস ব্যাটিং করে ২৫.৭০ গড় ও ১২৭.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ২০০৫।
আগামী ২৬ মার্চ দুইবারের শিরোপাজয়ী কলকাতা ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের পঞ্চদশ আসরের।