1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে অনুরোধ জানালেন ওজিল

  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২২০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: পায়ের জাদুতে খানিক ছন্দ হারালেও ফুটবল মাঠের বাইরে দিনকে দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন মেসুত ওজিল। মানবতার ফেরিওয়ালা বনে গেছেন তিনি। বিশ্বের কোনো প্রান্তে মুসলিমদের উপর নিপীড়ন চললে চুপ থাকেন না তুর্কি বংশোদ্ভুত এই জার্মান ফুটবলার। এবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে মিয়ানমারে অনিরাপদ থাকা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ওজিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ওজিল লিখেছেন, ‘আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।’

২০১৯ সালে আর্সেনালের হয়ে খেলার সময় সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে চীনের সমালোচনা করেছিলেন ওজিল। এরপর চীনের পক্ষ থেকে পাল্টা তোপের মুখে পড়তে হয় এই মিডফিল্ডাকে। আর্সেনালের স্পন্সর প্রতিষ্ঠান ওজিলের মন্তব্য ভালোভাবে নেয়নি, ফলে প্রতিষ্ঠানটির চক্ষুশূল হতে হয় তাকে। এ কারণে আর্সেনাল দলে ব্রাত্য হয়ে পড়েন ওজিল। পরে তো দল ছাড়তে বাধ্য হন তিনি। নাম লেখান তুরস্কের দল ফেনেরবাচে।

এর আগে ২০১৮ ফুটবল বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন ওজিল। সেবার বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ায় সে বিতর্কের আগুন আরও বেড়ে যায়। এর রেশে পরবর্তীতে জাতীয় দল থেকে অবসর নিতে একপ্রকার বাধ্য হন ওজিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..