শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ব্যাডমিন্টন এসোসিয়েশন আয়োজিত মেয়রকাপ ফ্রিজ এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার রাতে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে বড়লেখার ‘বড়বাড়ি মহুবন্দ’ টিম ৩-১ সেটে বিয়ানীবাজারের ‘রায়হান-মাহমুদ একাডেমি’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রেহান পারভেজ রিপন ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ক্রাড়ী সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।