1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে সরকারি কর্মচারীদের টানা কর্মবিরতি: চরম ভুগান্তিতে সেবা গ্রহীতারা: স্থবির মাঠ প্রশাসন

  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের (এসি ল্যান্ড অফিস) কর্মচারীরা গত ১মার্চ থেকে আজ রবিবার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টা থেকে টানা কর্মবিরতি চলছে। অফিস সময়ে কোনো কাজ করছেন না তারা। দাবি আদায়ে ২৪মার্চ পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ১৩-১৬ গ্রেডভুক্ত এসব কর্মচারী। এতে করে মাঠ প্রশাসনে অচলাবস্থা বিরাজ করছে। প্রথম দিন থেকে গতকাল ৭ম দিন কর্মবিরতি অতিবাহিত হলেও সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কর্মচারীদের কাছে কোনো আশ্বাস আসেনি। তাই তাদের ঘোষণা অনুযায়ী কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন কর্মচারীদের নেতারা। এদিকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা কাজে যোগদান না করায় দপ্তরগুলোতে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সেবা নিতে আসা অনেকের সাথে আলাপকালে তারা বলেন, প্রশাসনের কর্মচারীদের দাবী-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা কোন কাজে অংশ গ্রহণ না করায় আমরা জরুরী কাজ করতে গিয়ে বিপাকে পড়েছি। সরকার জনস্বার্থে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন নতুবা সারাদেশে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বেন এবং মারাত্মক ক্ষতিগ্রস্থ হবেন। এনিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) মৌলভীবাজার জেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক জনাব কমল পদ দে বলেন, আমাদের দাবী দাওয়া নিয়ে সরকারের কাছে ২০০১ সাল হতে দাবী করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবী যৌক্তিক বলে প্রস্তাব সদয় অনুমোদন করেছেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রেরিত প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্মতি প্রদান না করায় তা বাস্তবায়ন হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মৌলভীবাজার কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি চলমান রয়েছে। আশা করছি সরকার বিষয়টি সুবিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসবেন। এনিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: মুশফিকুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন যে, বিষয়টির আশু সমাধানে বঙ্গবন্ধু তনয়া ‘মানবতার মা’ প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। এনিয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি জনাব তপন কান্তি ধর বলেন- সচিবালয়সহ বিভিন্ন দপ্তরের একই গ্রেডভূক্ত সহকারীদের পদবি পরিবর্তন, পদোন্নতি ও বেতন গ্রেড উন্নীতকরণ অব্যাহত রয়েছে। মাঠ প্রশাসনের কর্মচারীদের বেলায় আশ্বাস আর আশ্বাসের বাণীতেই অপেক্ষমান। আশারবাণী নয় বাস্তবে দাবী আদায়ে কর্মবিরতি অব্যাহত রয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জনাব এম এ কাওছার বলেন- মন্ত্রণালয় বারবার আশ্বাস দিয়েও সুদীর্ঘ ২১বছরেও কেহ কথা রাখেনি। পদোন্নতি ও গ্রেড অধরাই রয়ে গিয়েছে। মাঠ প্রশাসনের অধিকাংশ কর্মচারীদের পদোন্নতির কোনো সুযোগ নেই। যে পদে যোগদান করে সে পদে দীর্ঘ ৩০/৩৫ বছর চাকুরি করে ক্ষোভ ও হতাশা নিয়ে তাদের অবসরে যেতে হয়। তাই আমাদের দাবী দাওয়া আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সারাদেশে প্রায় ১৩হাজার কর্মচারী গত ১মার্চ থেকে কর্মবিরতি শুরু করেছেন। সকাল ৯ঘটিকায় হাজিরা খাতায় স্বাক্ষর করে সবাই উপজেলা ও জেলা এবং বিভাগীয় অফিস চত্বরে অবস্থান করছেন। কেহ কোনো কাজ করছেন না। আমাদের দাবি খুবই ন্যায্য। মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিতে ইতিবাচক। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন বাস্তবায়ন করছে না তা বোধগম্য নয়। এ কারণে আমরা বাধ্য হয়ে কর্ম বিরতিতে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। কিন্তু অন্যদের বেতন ও পদবির বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদেরটা কেন হবে না। তাই এই পথে নামতে হয়েছে আমাদের। এদিকে মাঠ প্রশাসনে কর্মচারীদের কর্ম বিরতিতে বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওরা বাধা দেওয়ার চেষ্টা করছেন না বলে জানা গেছে। উল্লেখ্য, চাকুরিজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে কাজ করছেন মাঠ প্রশাসনের বেশির ভাগ কর্মচারী। এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন একই পদমর্যাদার কর্মচারীদের পৃথকভাবে পদোন্নতি হলেও অন্যদের না হওয়ায় জটিলতা বেড়েছে। এ সমস্যার সমাধানে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মচারীদের পদোন্নতির নির্দেশনাও দেন। তারপরও উল্লিখিত গ্রেডভুক্তদের দাবি পূরণ না হওয়ায় মাঠ প্রশাসনে অসন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মচারীদের এ দাবির বিষয়ে ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনাররাও একমত। তারা বিভিন্ন সময় সরকারের উচ্চপর্যায়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার চেষ্টা করলেও ফল আসেনি। এ বিষয়টি’র জরুরি সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার এগিয়ে আসবেন বলে সচেতন মহল মনে করছেন ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..