শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : গলায় জ্যান্ত সাপ পেঁচিয়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
তিনি জানালেন, সাপ ধরতে, গলায় নিতে মোটেও ভয় লাগে না তার। বরং মজা পান।
গত মাসে একটি ওয়েব সিরিজের শুটিং করেছেন স্পর্শিয়া। নাম ‘আইজ্যাক লিটন’। কমেডি ধাঁচের এই সিরিজের শুটিংয়ের জন্যই সাপ আনা হয়। সেটাই নিজের গলায় পেঁচিয়ে নেন অভিনেত্রী।
স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, এবারই প্রথম নয়, এর আগেও আমি সাপ নিয়ে শুটিং করেছি। এর চেয়েও বড় বড় সাপ গলায় নিয়েছি। আমার কাছে বেশ মজা লাগে। এছাড়া আমি সাপ ভয় পাই না। মানুষ ভয় পাই। মানুষের চেয়ে ক্ষতিকারক আর কিছু পৃথিবীতে নেই।
‘আইজ্যাক লিটন’ সিরিজটি পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে স্পর্শিয়া স্ক্রিন শেয়ার করছেন মোশাররফ করিমের সঙ্গে। শুটিং শেষে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।