বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার চা বাগান অধ্যুষিত এলাকাগুলোকে পুষ্টি কার্যক্রমে অর্ন্তভুক্ত করার জোর দাবি জানানো হয়েছে।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিএনআরএস ‘সুচনা’ প্রকল্পের পুষ্টি বিষয়ক কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, পিআইও মো. উবায়েদ উল্লাহ খান, সুচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী প্রমুখ।