মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
মশাহিদ আহমদ : আইডিই বাংলাদেশ সূচনা “বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস” এই শ্লোগানে মৌলভীবাজারে প্যারাভেট এসোসিয়েশন এর নবগঠিত কমিটি গঠন করা হয়েছে শহরের রেষ্ট ইন হোটেলে। মৌলভীবাজার প্যারাভেট এসোসিয়েশন এর সাবেক সভাপতি মোঃ হায়দার আলী এর সভাপতিত্বে ও আইডিই বাংলাদেশ এর কানাই লাল দাস ও হেলাল উদ্দিন ভূইয়া এর যৌত সঞ্চালায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্ব সম্মত্তিক্রমে মোঃ হায়দার আলীকে সভাপতি ও মোঃ মঈনুল হককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিঠি গঠন করা হয়। কমিঠির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ রেজবিন, সহ-সাধারণ সম্পাদক রঞ্জন রজক,সাংগঠনিক সম্পাদক মনসুর হাসান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম কাজল, মহিলা বিষয়ক সম্পাদক সুমা জান্নাত, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইমরান আহমদ, প্রচার সম্পাদক জিতেন্দ্র দাস, দপ্তর সম্পাদক গুলজার আহমদ। কার্যকরী কমিঠির সদস্য মুসাহিদ আহমদ, অর্জুন দাস, এম,এ ফারুক, সুতৃষ্ণা চক্রবর্তীসহ জেলার সকল উপজেলার ২৫০ সদস্য বিশিস্ট কমিঠি গঠন করা হয়।