মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মৌলভীবাজার শহরের মৌলভীবাজার পৌরসভাধীন পশ্চিমবাজারস্থ ইমরান ভেরাইটিজ ষ্টোরে অবৈধ মাদক ইয়াবা আছে খবর পাইয়া পুলিশ
অভিযান পরিচালনা করে। উক্ত সংবাদের পর মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন ৬/৭ জন সঙ্গীয় ফোর্স সহ পুলিশের সরকারি ভ্যানগাড়ি নিয়ে দ্রæত শহরের পশ্চিম বাজারের ইমরান ভেরাইটিজ ষ্টোরে পৌছিয়া দোকানে প্রবেশ করিয়া দোকানের ভিতর অভিযান ও তল্লাশী করে একটি বাজারী চটের ব্যাগের মধ্যে অন্যান্য মালের সাথে কালো পলিথিনের মোড়ানো পাঁচ হাজার পিছ ইয়াবা দোকান থেকে উদ্ধার
করেন। ১৪ জুন ২০১৯ইং সন্ধ্যা সাত ঘটিকায় পুলিশ দোকানের প্রোঃ ইমরান আহমদ কোরেশী ও দোকানের কর্মচারী খায়রুল আহমদকে দোকান থেকে গ্রেফতার করে অবৈধ ইয়াবা জব্দ করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়। পুলিশ দোকানের প্রোঃ ইমরান আহমদ কোরেশীর নিকট জানতে চায় তার ছেলে রাব্বী আহমদ কোরেশী কোথায় সে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। পরে মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে দোকানের প্রোঃ ইমরান আহমদ কোরেশী ও তার দোকানের কর্মচারী খায়রুল আহমদ ও ছেলে রাব্বী আহমদ কোরেশীর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় ১৪ জুন ২০১৯ইং রাত দশ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ টেবিল ১০ এর (গ) ধারায় একটি মামলা দায়ের করে। অবৈধ মাদক ব্যবসার সাথে আর কে কে জড়িত রয়েছেন এবং পলাতক আসামী রাব্বী আহমদ কোরেশী কোথায় আছে জানার জন্য গ্রেফতারকৃত আসামী ইমরান আহমদ কোরেশী ও খায়রুল আহমদ কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল আহম্মেদ।