শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, বাড়ি ঘর ভাঙচুর, মামলা হামলা অব্যাহত রয়েছে। এমনই একটি ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তেহরী গ্রামে। গত ৩ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় একটি নিরীহ হিন্দু পরিবারের উপর আক্রমণের ঘটনা ঘটে। সূত্রে পাওয়া যায়, দীর্ঘদিন থেকে স্থানীয় কিছু প্রভাবশালী মহল পরিবারটিকে দেশ ছাড়া করতে হুমকি-ধামকি ও নির্যাতন অব্যাহত রাখে। একাধিকবার মিথ্যা অজুহাত এর সূত্র ধরে পরিবারটির দোকানে হামলা ও ভাঙচুর করে। এতেও ফায়দা হাসিল না হওয়ায় সুযোগ বুঝে কুরআন শরীফ অবমাননার মত মিথ্যা ভয়ানক অজুহাত তুলে রজত কান্তি দাশ(২৭), সৈকত দাশ(২২), বকুল দাশ(৬০) কে আসামি করে মামলা দায়ের করে। আসামি সৈকত দাশ প্রাণ ভয়ে আত্মগোপনে থাকলেও অপর দুই আসামি কে পুলিশ গ্রেফতার করে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রজত কান্তি দাশ ও সৈকত দাশ এর বাবা বকুল দাশ প্রভাবশালী সন্ত্রাসীদের হামলায় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পঙ্গুত্ব বরণ করেন এবং বকুল দাশের মেয়ে মীম দাশকে শারীরিক নির্যাতন করে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করে এটিকে আত্মহত্যা বলে চালানো হয়। পরিবারের একমাত্র মহিলা স্বপ্না দাশ জানান, আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টি কামনা করি।