শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল মার্শাল আর্ট একাডেমীর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বেল্ট, সনদপত্র ও স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলাপরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।
বিএম এ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীসঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: বিনেন্দু ভৌমিক, রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রধান প্রশিক্ষক রিয়াজ উদ্দিন মুর্শেদ।