শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু স্বাস্থ্য কল্যাণ সংস্থা মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার দুপুরে শিশুদের হাতে খেলনা সামগ্রী তুলে দিয়ে এর উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- শিশু বিশেষজ্ঞ ডাঃ এম. এম. হক, শিশুস্বাস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ডাঃ এ.কে. জিল্লুল হক, সাধারণ সম্পাদক মান্নান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইকবাল হোসেন খান, সৈয়দ তোফাজ্জল হোসেন, কাজী সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অতিথিরা প্রায় ১০০ জন শিশুর হাতে বল,পুতুল,গাড়ি, ঝুনঝুনি প্রভৃতি খেলনা সামগ্রী তুলে দেন।