শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসন-৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করেন।
মেলায় বিভিন্ন প্রকার সামগ্রীর ৫০টি স্টল রয়েছে। আগামী ২৩ মার্চ মেলা শেষ হবে।