1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে জাতিসংঘ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪৬১ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক : তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়তে যাচ্ছে জাতিসংঘ। আফগানিস্তান নিয়ে নরওয়ের তোলা একটি প্রস্তাব পাস হয়েছে বৈশ্বিক এ সংস্থার নিরাপত্তা পরিষদে।

এতে বলা হয়েছে, আফগানিস্তানে এক বছরের জন্য জাতিসংঘের রাজনৈতিক মিশন কাজ করবে। দেশটির স্থিতিশীলতায় এ পদক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রস্তাবটি পাস হয়। অনুমোদন পাওয়া প্রস্তাবে অবশ্য তালেবান শব্দটি ব্যবহার করা হয়নি।

গত ১৫ আগস্ট ইসলামি শরিয়াহ শাসনে বিশ্বাসী তালেবানের সশস্ত্র যোদ্ধারা কাবুল দখলের পর এই প্রথম তারা কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে।

ভোটে ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে রায় দেন। সবাইকে চমকে দিয়ে ভোটদানে বিরত ছিল রাশিয়া।

অনুমোদন পাওয়া প্রস্তাবে রাজনৈতিক, মানবাধিকারসহ বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে।

প্রস্তাব পাসের পর এএফপিকে জাতিসংঘে নরওয়ের দূত মোনা জুল বলেন, ‘ইউএনএএমএর (আফগানিস্তানে জাতিসংঘের মিশন) জন্য এই নতুন আদেশটি কেবল তাৎক্ষণিক মানবিক ও অর্থনৈতিক সংকটে সাড়া দেয়ার জন্য নয়, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন আমাদের সর্বোচ্চ লক্ষ্য।’

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..