রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অসহায় ও পথ শিশুদের মাঝে মুখরোচক খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৭মার্চ) বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা ফজলে রাব্বী খাবার বিতরণ করেন। তারপর ক্যাম্পাসে কয়েক প্রজাতির বৃক্ষরোপণ করেন তিনি।
খাবার পেয়ে সাজ্জাদ নামে এক শিশু বলেন, ‘রাব্বী ভাইয়া অনেক ভালো। ভাইয়া আমাদের খাবার দিছে। হামরা তার সাথোত অনেক মজা করছং’।
শিশুদের খাবার বিতরণের বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যন্ত আদর-স্নেহ করতেন এবং অনেক ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প, খেলাধুলা করতেন। শিশুদের প্রতি তার যে ভালবাসা সেটি আমাকে অনুপ্রাণিত করেছে। আমিও চাই বঙ্গবন্ধুর ন্যায় শিশুদের আগলে রাখতে, তাদের ভালোবাসতে।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।